মালদা, ১৭ জানুয়ারি: প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরের প্রাক্কালে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (টিএমসি) অভিযোগ করেছে, প্রধানমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে কেন্দ্রীয় বাহিনী প্রান্তিক মানুষের সঙ্গে হয়রানিমূলক আচরণ করছে। দলের দাবি, নিরাপত্তার নামে সাধারণ মানুষকে ‘বাধা’ হিসেবে সরিয়ে দেওয়া হচ্ছে, মানবিকতার চেয়ে গুরুত্ব পাচ্ছে শুধু দৃশ্যমান ‘অপটিক্স’।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও শেয়ার করে তৃণমূল কংগ্রেস জানায়, রেলস্টেশনে এক ব্যক্তিকে মারধর করা হচ্ছে—যা নাকি প্রধানমন্ত্রীর ভ্রমণসূচির নিরাপত্তা ব্যবস্থার অংশ। ভিডিওটি শেয়ার করে টিএমসি প্রশ্ন তোলে, “এভাবেই কি নরেন্দ্র মোদি ভারতের গরিব মানুষকে স্বাগত জানান?”
দলের অভিযোগ, ভান্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধনের আগে নির্বিঘ্ন ছবি তোলার সুযোগ বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে প্রান্তিক মানুষকে ভয় দেখানো ও সরিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলের মতে, এই ঘটনা এমন এক শাসনব্যবস্থার প্রতিফলন, যেখানে মানবিকতার চেয়ে প্রদর্শনই মুখ্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার মালদায় পৌঁছে মালদা টাউন রেলস্টেশন থেকে হাওড়া–গুয়াহাটি (কামাখ্যা) রুটে ভারতের প্রথম ভান্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। পাশাপাশি রেল ও সড়ক পরিকাঠামোয় প্রায় ৩,২৫০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কথা রয়েছে। এরপর একটি জনসভায় ভাষণ দেওয়ারও সূচি রয়েছে।
ভিডিও প্রসঙ্গে বিজেপির তরফে সরাসরি কোনও প্রতিক্রিয়া না মিললেও, প্রধানমন্ত্রীর এক্স পোস্টে তিনি মালদার মানুষের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন এবং তৃণমূলের বিরুদ্ধে ‘কুশাসন’-এর অভিযোগ তোলেন। তাঁর দাবি, রাজ্য উন্নয়নমুখী সরকারের জন্য প্রস্তুত।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে। তৃণমূলের অভিযোগ, এসআইআর-এর মাধ্যমে ভোটারদের হয়রানি করা হচ্ছে; যদিও বিজেপির দাবি, অবৈধ নাম বাদ দিতেই এই প্রক্রিয়া। এছাড়া পরামর্শদাতা সংস্থা আই-প্যাক-এ সাম্প্রতিক ইডি অভিযানের বিষয়েও দুই দলের মধ্যে টানাপোড়েন রয়েছে।
মালদা সফর শেষে প্রধানমন্ত্রী অসম যাবেন। এরপর ১৮ জানুয়ারি তিনি ফের পশ্চিমবঙ্গে ফিরে হুগলির সিঙ্গুরে সরকারি কর্মসূচিতে অংশ নেবেন ও জনসভায় ভাষণ দেবেন। চলতি বছরের শেষে রাজ্য বিধানসভা নির্বাচন থাকায় প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

