কলকাতা, ১৫ জানুয়ারি : ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, আলিপুর, নিউটাউন-সহ শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চলছে।
সকালের প্রথম দিকেই সিবিআইয়ের আধিকারিকেরা সংশ্লিষ্ট ঠিকানাগুলিতে পৌঁছন। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। নিরাপত্তা ঘিরে ফেলা হয় তল্লাশি চলা এলাকাগুলি।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কয়েক জন ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হচ্ছে। সিবিআই সূত্রের খবর, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভুয়ো নথি দেখিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে আগেই একটি মামলা দায়ের করা হয়েছিল।
তদন্তকারীদের দাবি, ওই মামলার সূত্র ধরেই এদিন এই তল্লাশি অভিযান। অভিযুক্তদের আর্থিক লেনদেন, নথিপত্র ও ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। তল্লাশি শেষে এই ঘটনায় নতুন করে কাউকে জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
সিবিআই আধিকারিকেরা জানিয়েছেন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু জানানো হচ্ছে না। অভিযান শেষ হলে গোটা বিষয়টি স্পষ্ট হবে।

