গন্ডাছড়া, ১৩ জানুয়ারি: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা এলাকায় মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্যের অবাধ বেচাকেনা নিয়ে চরম উদ্বেগে সাধারণ মানুষ। অভিযোগ, গন্ডাছড়া মহকুমার বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে প্যাকেটজাত চিপস, চানাচুর, পাপড়, দুধসহ নানা ধরনের খাদ্যসামগ্রী, যেগুলির অধিকাংশই নির্ধারিত মেয়াদ অনেক আগেই পেরিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খোদ গন্ডাছড়া মহকুমা সদর বাজারের বড় বড় পাইকারি মোদি দোকানগুলিতেই মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্যের রমরমা ব্যবসা চলছে। নিয়ম অনুযায়ী মহকুমা খাদ্য দপ্তরের পক্ষ থেকে নিয়মিত বাজার তল্লাশি ও অভিযান চালানোর কথা থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। অভিযোগ, ছয় মাস বা এমনকি এক বছরেও একবার কার্যকর অভিযান হয় না।
প্রশাসনের এই উদাসীনতার সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নির্বিঘ্নে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করে চলেছে। জানা যায়, কোনো সচেতন বা শিক্ষিত ক্রেতা মেয়াদ উত্তীর্ণ পণ্যের বিষয়টি লক্ষ্য করলে দোকানদাররা দুঃখপ্রকাশ করে সেই পণ্য সরিয়ে নতুন পণ্য দিয়ে দেন। কিন্তু অশিক্ষিত বা কম সচেতন ক্রেতাদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তারা অনেক সময় বুঝতেই পারেন না যে তারা মেয়াদ উত্তীর্ণ খাবার কিনছেন।
এর ফলস্বরূপ গ্রাম ও পাহাড়ি এলাকার মানুষজন, বিশেষ করে শিশুরা এসব খাদ্যদ্রব্য গ্রহণ করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকার সচেতন মহল ও অভিভাবকদের দাবি, অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। নিয়মিত বাজার তল্লাশি, দোষী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

