বিএসএফের গাড়ির ধাক্কায় আহত বাইক চালক

আগরতলা, ১৩ জানুয়ারি: সোনামুড়া থানাধীন এনসিনগর স্কুল সংলগ্ন এলাকায় বিএসএফের একটি গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হন এক বাইক চালক। আহত যুবকের নাম শাহরুখ হোসেন(২৮)। তার বাড়ি সোনামুড়া উত্তর আড়ালিয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় বাইক চালকের হাতে গুরুতর আঘাত লাগে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত যুবককে উদ্ধার করে সোনামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বিএসএফের গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে এসে বাইক চালককে ধাক্কা দেয়, যার ফলেই দুর্ঘটনাটি ঘটে।

Leave a Reply