স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রতাপগড়ে যুব মোর্চার সুবিশাল বাইক র‍্যালি

আগরতলা, ১১ জানুয়ারি: ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ -এর জন্মদিন। এই উপলক্ষে যুবসমাজের মধ্যে তাঁর আদর্শ ও ভাবধারা ছড়িয়ে দিতে প্রতাপগড়ে এক সুবিশাল বাইক র‍্যালির আয়োজন করা হয়। বিজেপি ১৩ নম্বর প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই বাইক র‍্যালি ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। বাইক র‍্যালিতে অংশ নেন দলের কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক যুবক-যুবতী।
র‍্যালিকে কেন্দ্র করে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, স্বামী বিবেকানন্দ যুব সমাজের প্রকৃত পথপ্রদর্শক। তার জন্মদিনকে সামনে রেখে সমাজের সর্বস্তরের মানুষকে যুক্ত করে এই দিনটি উদযাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই এই বাইক র‍্যালির আয়োজন।
তিনি আরও বলেন, এদিনের র‍্যালির মাধ্যমে যুবসমাজকে নেশার করালগ্রাস থেকে মুক্ত হয়ে খেলাধুলা ও সুস্থ জীবনচর্চার দিকে ফিরে আসার জন্য সচেতন করা হয়েছে। পাশাপাশি স্বামী বিবেকানন্দের আদর্শ ও দেশগঠনের বার্তা যুবসমাজের মধ্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই বাইক র‍্যালি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।এদিনের বাইক র‍্যালিটি প্রতাপগড় মণ্ডলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

Leave a Reply