প্রয়াত ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক প্রশান্ত তামাং, ৪৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

নয়াদিল্লি, ১১ জানুয়ারি : প্রয়াত হলেন ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত জনপ্রিয় গায়ক প্রশান্ত তামাং। মাত্র ৪৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লিতে তাঁর মৃত্যু হয়েছে। শনিবার রাতে একটি অনুষ্ঠান শেষে অসুস্থ বোধ করলে তাঁকে তড়িঘড়ি দিল্লির দ্বারকার একটি হাসপাতালে নেওয়া হয়। রবিবার সকাল ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই দার্জিলিংয়ের ভূমিপুত্র।

গানের জগতে পরিচিতি পাওয়া ছাড়াও, নেপালি বিনোদন জগতে তাঁর অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে, পৃথক গোর্খাল্যান্ডের সমর্থক হিসেবে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল। তাঁর এই দাবি নিয়ে দার্জিলিং পাহাড়ে শুরু হয়েছিল অশান্তি।

১৯৮৩ সালের জানুয়ারিতে দার্জিলিংয়ে জন্ম নেওয়া প্রশান্ত ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহী ছিলেন। পুলিশে চাকরি করার সময় ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার অডিশনে অংশ নেন তিনি, যেখানে ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয়ে সঙ্গীত জগতে সাড়া ফেলে দেন। এরপরই বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়, বিশেষত এক রেডিও জকির বিদ্বেষমূলক মন্তব্যের পর, যা গোর্খাল্যান্ড আন্দোলনের সাথে জড়িয়ে পড়েছিল।

তবে এসব বিতর্কের মধ্যেও তিনি তাঁর কেরিয়ারকে সফলভাবে এগিয়ে নিয়ে যান। বলিউডে প্লেব্যাক সঙ্গীতের পাশাপাশি নেপালি চলচ্চিত্র জগতেও নিজের স্থান পেয়ে ছিলেন। অভিনেতা হিসেবে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। ভারতের বিভিন্ন প্রান্তে কাজ করলেও, দার্জিলিংয়ের বাড়িতে ফিরে আসা ছিল তাঁর নিয়মিত অভ্যাস।

প্রশান্ত তামাংয়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ বাংলা ও নেপালি বিনোদন জগত। তাঁর পরিবারের সদস্যরা দার্জিলিংয়ের বাড়িতে তাঁর দেহের ফেরার অপেক্ষায় আছেন।

Leave a Reply