মেলাঘর থানার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নির্যাতিতা বাংলাদেশি তরুণীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি: মেলাঘর থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশের এক তরুণী। অভিযোগকারিণী সুইটি আক্তার বর্তমানে সোনামুড়া থানার হেফাজতে রয়েছেন। তার দাবি, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাকে বাংলাদেশ থেকে ভারতে এনে বিয়ে করা হলেও পরে নির্যাতনের শিকার হয়ে তিনি চরম বিপাকে পড়েছেন।

অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে ফেসবুকে পরিচয় হয় মেলাঘর থানাধীন মোহনভোগ এলাকার বাসিন্দা হাসেম মিয়ার ছেলে মোহাম্মদ সাগরের সঙ্গে। সুইটি আক্তারের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার লক্ষ্মীপুর থানার উত্তর জয়পুর এলাকায়। পরিচয়ের পর সাগর তাকে ভারতে নিয়ে এসে বিয়ে করেন বলে অভিযোগ। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।

সুইটির অভিযোগ, বিয়ের কিছুদিন পরই স্বামী প্রবাসে চলে যান। এরপর শ্বশুরবাড়িতে তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন। একপর্যায়ে অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি বাংলাদেশে ফিরে যান। পরে আবার তাঁকে অবৈধভাবে ভারতে আনা হয় বলে তাঁর দাবি।

সুইটি আরও অভিযোগ করেন, কয়েক মাস আগে নির্যাতনের অভিযোগ জানাতে তিনি মেলাঘর থানায় গেলে, বাংলাদেশি নাগরিক হওয়া সত্ত্বেও তাকে আটক করা হয়নি। বরং পুলিশ ১৫ হাজার টাকা নিয়ে তাকে পুনরায় শ্বশুরবাড়িতে পৌঁছে দেয় বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই তার উপর নির্যাতন আরও বেড়ে যায় বলে তিনি জানান।

বর্তমানে সোনামুড়া থানার হেফাজতে থাকা সুইটি আক্তার আজ সংবাদমাধ্যমের দ্বারস্থ হন। তিনি জানান, নির্যাতন থেকে রক্ষা পেতে তিনি বাংলাদেশে ফিরে যেতে চান। একই সঙ্গে অভিযোগগুলির সঠিক তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

Leave a Reply