জলন্ধর, ১০ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত আজ ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ হওয়ার লক্ষ্যে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন। তিনি বলেন, দেশ একটি উন্নত, আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী ভারত গড়ার জন্য উচ্চাকাঙ্ক্ষী হলেও বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করেছে।
পাঞ্জাবের জালন্ধরের কাছে ফাগওয়াড়ায় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি জানান, ভারত একটি বৈশ্বিক শক্তি হয়ে উঠতে চায়, তবে কোনও ছোট দেশকে শর্ত চাপিয়ে দেওয়ার জন্য নয়, আবার অন্যের দ্বারা শাসিত হওয়ার জন্যও নয়। তিনি বলেন, আমরা সকলেই সমান মানুষ এবং সমগ্র মানবতার সেবায় কাজ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
মাদকাসক্তির ক্রমবর্ধমান সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সি.পি. রাধাকৃষ্ণন বলেন, এটি একটি গুরুতর সামাজিক সংকট। তিনি ছাত্রছাত্রীদের শুধু মাদককে ‘না’ বলার মধ্যেই সীমাবদ্ধ না থেকে, তাদের বন্ধুদেরও এই সর্বনাশা অভ্যাস থেকে দূরে রাখতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের প্রচেষ্টা সমাজের প্রতি এক গুরুত্বপূর্ণ অবদান হবে।
উপরাষ্ট্রপতি ‘অপারেশন সিন্দুর’-এর সময় বিশ্ববিদ্যালয়ের ভূমিকারও প্রশংসা করেন।
এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কেবল মানসম্মত শিক্ষা প্রদানই করে না, পাশাপাশি শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ ঘটিয়ে তাদের দেশকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।
সমাবর্তন অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি, যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী মেরি এলিজাবেথ ট্রাস শিক্ষার্থীদের হাতে ডিগ্রি প্রদান করেন।

