জগহরিমুড়া শিবকালী মন্দিরে পুজো দিলেন সাংসদ রাজীব

আগরতলা, ১০ জানুয়ারি: জগহরিমুড়া শিবকালী মন্দিরে পুজো দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সোমনাথ মন্দিরসহ বিভিন্ন সনাতনী ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর অতীতে সংঘটিত আক্রমণ এবং পরবর্তী সময়ে সেগুলির পুনরুদ্ধারের ইতিহাস মানুষের সামনে তুলে ধরতেই বছরব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে এই পূজার্চনার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১০২৬ সালের জানুয়ারি মাসে গজনীর মাহমুদ সোমনাথ মন্দিরে আক্রমণ চালিয়ে তা ধ্বংস করেছিলেন। ২০২৬ সালে সেই বর্বর আক্রমণের এক হাজার বছর পূর্তি হচ্ছে। বিশ্বাস ও সভ্যতার এই মহান প্রতীকের এক হাজার বছরের সহনশীলতা, পুনরুত্থান ও ধারাবাহিকতাকে স্মরণ ও সম্মান জানাতে চলতি বছরকে “সোমনাথ স্বাভিমান পর্ব” হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিহাস অনুযায়ী, ওই আক্রমণটি টানা তিন দিন—৮, ৯ ও ১০ জানুয়ারি
চলেছিল। এই হৃদয়বিদারক ঘটনার স্মরণে এবং সোমনাথের অখণ্ডতা ও চিরন্তন শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ ১০ জানুয়ারি দেশের সর্বত্র শিবালয়ে ওঙ্কার মন্ত্র জপের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবেই আজ জগহরিমুড়া এলাকার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির শিবালয়ে এলাকাবাসীর সঙ্গে একযোগে নাম জপে অংশগ্রহণ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

Leave a Reply