এফএসএসএআই নিয়ে ‘দ্য ইকোনমিক টাইমস’-এর প্রতিবেদন ভ্রান্ত বলে দাবি সরকারের

নয়াদিল্লি, ১০ জানুয়ারি: খাদ্য ব্যবসার লাইসেন্স ও নিয়ন্ত্রক অনুমোদন নিয়ে অচলাবস্থার দাবি করে ‘দ্য ইকোনমিক টাইমস’-এ প্রকাশিত একটি প্রতিবেদনকে খারিজ করল কেন্দ্র সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ভারতের খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই) সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে এবং দেশজুড়ে খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রণ ও লাইসেন্সিং প্রক্রিয়া নির্বিঘ্নে চলছে।

পিআইবি জানায়, খাদ্য ব্যবসার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে খাদ্য কর্তৃপক্ষের আলাদা কোনও অনুমোদনের প্রয়োজন হয় না। লাইসেন্স প্রদান, বিনিয়োগ কিংবা খাদ্য সুরক্ষা মান কার্যকর করার ক্ষেত্রে কোনও আইনি বা প্রক্রিয়াগত বাধাও নেই।

ফ্যাক্ট চেক ইউনিট আরও জানিয়েছে, এফএসএসএআই-এর দৈনন্দিন প্রশাসনিক কাজ ও নীতির বাস্তবায়ন কেন্দ্রীয় স্তরে স্বাভাবিকভাবেই চলছে। রাজ্য খাদ্য সুরক্ষা প্রশাসনগুলির মাধ্যমে প্রয়োগমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংস্থার চেয়ারপার্সন পদে বহাল রয়েছেন এবং চেয়ারপার্সন ও পদাধিকারবলে থাকা সদস্যদের উপস্থিতিতে নিয়মিতভাবে আইনসম্মত কোরাম পূরণ হচ্ছে। এর ফলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনও বিঘ্ন ঘটছে না বলে জানানো হয়েছে।

পিআইবি-র ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্টভাবে জানিয়েছে, ‘দ্য ইকোনমিক টাইমস’-এ প্রকাশিত এফএসএসএআই সংক্রান্ত সমস্ত দাবি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

Leave a Reply