আগরতলা, ৯ জানুয়ারি: উত্তর ত্রিপুরা জেলার নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক চাঁন্দনী চন্দ্রনের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আজ এক সভা অনুষ্ঠিত হয়। জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা, ধর্মনগর মহকুমার মহকুমা শাসক দেবযানি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, জেলাশাসক কার্যালয়ের ডিসি সোমা সাহা সহ বিজেপি, সিপিআই (এম), আইএনসি, এআইটিসি ইত্যাদি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলাশাসক জানান, আগামী ১৬ ও ১৭ জানুয়ারি ৫৬ ধর্মনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্রে উপ-নির্বাচন উপলক্ষে ইভিএম এবং ভিভিপ্যাট ফার্স্ট লেভেল চেকিং করা হবে। এই চেকিং-এর জন্য জেলা পর্যায়ে ইতিমধ্যে একটি টিম গঠন করা হয়েছে। চেকিং-এর সময় প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতও থাকা প্রয়োজন। এছাড়াও নির্বাচিত সংক্রান্ত কি কি নিয়ম নির্দেশিকা মেনে চলতে হবে তা জেলাশাসক সভায় বিস্তারিতভাবে তুলে ধরেন।

