আগরতলা, ৮ জানুয়ারি : ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার জন্মদিন উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও জনসেবায় নিরলস সাফল্য কামনা করেন। পাশাপাশি ত্রিপুরার উন্নয়ন ও যুবসমাজের অগ্রগতিতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন তিনি। রাজ্যের সর্বস্তরের মানুষ তাঁর সুদৃঢ় নেতৃত্বে ত্রিপুরার উন্নয়নযাত্রা আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

