আগরতলা, ৮ জানুয়ারি: ৭২তম জন্মদিনে মেলারমাঠ কালী মন্দিরে পূজা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
পাশাপাশি ৮ টাউন বড়দোয়ালি মণ্ডলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। মণ্ডলের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থেকে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্যময় জীবন কামনা করেন।
অনুষ্ঠান ঘিরে মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দলীয় কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রীর প্রতি শুভেচ্ছা ও শুভকামনার বার্তা জানান উপস্থিত সকলে।

