ভুয়ো সরকারি চাকরি কেলেঙ্কারি: দেশজুড়ে ইডির তল্লাশি, তীব্র প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৮ জানুয়ারী: ভুয়ো সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে সংগঠিত এক চক্রের বিরুদ্ধে দেশজুড়ে ১৫টি স্থানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে জানা গেছে, এই চক্রটি বহু মানুষকে চাকরির লোভ দেখিয়ে প্রতারণা করেছে বলে অভিযোগ।
তল্লাশি চলাকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (আই-প্যাক)-এর প্রধান প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন, যেখানে ইডি আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই অভিযান ঘিরে তৃণমূল কংগ্রেস (টিএমসি)-এর পক্ষ থেকে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যায়। রাজ্যের শাসক দল অভিযোগ করে, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি আক্রমণ করেন। তিনি বলেন, “ইডির কি কাজ, অমিত শাহ, দলের হার্ড ডিস্ক বা প্রার্থী তালিকা সংগ্রহ করা?”
মমতার আরও অভিযোগ, “যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশ রক্ষা করতে পারেন না, তিনি আমার দলের সব নথি নিয়ে যাচ্ছেন। আমি যদি বিজেপি পার্টি অফিসে অভিযান চালাই, তাহলে কী ফল হবে?”
আসন্ন নির্বাচনকে সামনে রেখেই এই অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “একদিকে পশ্চিমবঙ্গে এসআইআর চালিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে নির্বাচনের কারণে আমার দলের সব তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
টিএমসি-র আইটি প্রধানের বাড়িতে ইডি হানাকে “অত্যন্ত দুর্ভাগ্যজনক” বলে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা আইন প্রয়োগ নয়, এটা রাজনৈতিক প্রতিহিংসা।” তিনি প্রশ্ন তোলেন, “কোন যুক্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দলের আইটি প্রধানদের বাড়িতে অভিযান চালান?”
অন্যদিকে, ইডি জানিয়েছে, ভুয়ো চাকরি চক্র সংক্রান্ত চলমান তদন্তের অংশ হিসেবেই এই তল্লাশি চালানো হচ্ছে এবং এর পিছনে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে।

Leave a Reply