নয়াদিল্লি, ৮ জানুয়ারি: হিমালয় অঞ্চলে ভারী তুষারপাতের পর উত্তর, উত্তর-পূর্ব ও মধ্য ভারতের অধিকাংশ রাজ্যে তাপমাত্রা হঠাৎ করে অনেকটাই কমে গিয়েছে। বেশ কয়েকটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে, অন্যদিকে কিছু অঞ্চলে তাপমাত্রা ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। শৈত্যপ্রবাহের কারণে ইতিমধ্যেই ১৫টিরও বেশি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবন ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশার দাপটের পূর্বাভাসও দিয়েছে।
মধ্যপ্রদেশের শাহডোলের কল্যাণপুরে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। রাজস্থানের চারটি শহরে ন্যূনতম তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। ফলে রাজ্যের ২৫টি জেলায় স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আরও কিছু জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলের তিন শহরে তাপমাত্রা হিমাঙ্কের ২১ ডিগ্রি নিচে নেমে গেছে। এসব শহরের মধ্যে রয়েছে পিথোরাগড়ের আদি কৈলাস, রুদ্রপ্রয়াগের কেদারনাথ এবং উত্তরকাশীর যমুনোত্রী ধাম।
উত্তরপ্রদেশের বারাণসী, মেরঠ ও ঝাঁসী সহ ৩৮টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে। লখনউ, কানপুরসহ ২৬টি জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এছাড়া, শুক্রবার থেকে পাহাড়ি রাজ্যগুলিতে তুষারপাত বাড়তে পারে এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, পঞ্জাব ও হরিয়ানায়।
বিহারের ৩৭টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে রয়েছে এবং হরিয়ানার কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ঘন কুয়াশার কারণে উত্তর ভারতগামী এবং উত্তর ভারত থেকে অন্যান্য অঞ্চলে চলা দূরপাল্লার ট্রেনগুলি দেরিতে চলাচল করছে। বিমান পরিষেবাতেও ব্যাঘাত ঘটছে।
মৌসম ভবন জানিয়েছে, শৈত্যপ্রবাহ চলবে হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং উত্তরাখণ্ডে। এছাড়াও দিল্লি, জম্মু-কাশ্মীর এবং চণ্ডীগড়েও সতর্কতা জারি করা হয়েছে।
2026-01-08

