ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত, আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান

লুক্সেমবার্গ, ৭ জানুয়ারি : ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। লুক্সেমবার্গে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ভারতের সরকার ইতিমধ্যেই ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে বিবৃতি প্রকাশ করেছে এবং তা নিয়ে আরও স্পষ্টীকরণ দিয়েছেন তিনি।

জয়শংকর বলেন, “আমরা ইতিমধ্যেই এই নিয়ে বিবৃতি দিয়েছি, এবং আমি আপনাদের সেটা দেখতে অনুরোধ করব। সংক্ষেপে বললে, আমাদের উদ্বেগ রয়েছে, তবে আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ করব যেন তারা আলোচনায় বসে এমন একটি অবস্থানে পৌঁছায় যা ভেনেজুয়েলার জনগণের মঙ্গল ও নিরাপত্তার জন্য হিতকর। দিনের শেষে, এটাই আমাদের প্রধান উদ্বেগ।”

গত কিছুদিন ধরে ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও রাজনৈতিক চাপের ঘটনা শীর্ষে পৌঁছেছে। বিশেষত, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আমেরিকার বোমা হামলার পর, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়। ভেনেজুয়েলার অভিযোগ, এই হামলা মার্কিন আগ্রাসনের একটি ঘৃণ্য উদাহরণ, যা মূলত দেশটির তেল ও খনিজ সম্পদ দখল করার উদ্দেশ্যে চালানো হয়েছে।

এ বিষয়ে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার শাসনভার নিয়ন্ত্রণের কথা না বললেও, সেখানকার তেলের ট্যাঙ্কারের উপর নিয়ন্ত্রণের ঘোষণা করেছিলেন। এই পরিস্থিতিতে, ভারতের বিদেশ মন্ত্রকও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

বিদেশ মন্ত্রকের তরফ থেকে রবিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “ভারত ভেনেজুয়েলার জনগণের মঙ্গল ও তাঁদের নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে। আমরা সংশ্লিষ্ট সকলকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি, যাতে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। ভেনেজুয়েলায় বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং ভারত গোটা পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে।”

এছাড়া, ভারতীয় দূতাবাস জানায়, “কারাকাসে থাকা ভারতীয় নাগরিকদের সঙ্গে দূতাবাস যোগাযোগ রাখছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম সহযোগিতা প্রদান করছে।”

এদিকে, ভারতের পক্ষ থেকে সরাসরি আমেরিকার বিরুদ্ধেও কোনো মন্তব্য করা হয়নি, তবে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ভেনেজুয়েলায় পরিস্থিতি সমাধানের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply