সিসি ক্যামেরা বন্ধ করে একই দোকানে তৃতীয় দফায় চুরি, ফটিকরায়ে চাঞ্চল্য

আগরতলা, ৭ জানুয়ারি: আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ফটিকরায় থানাধীন রাজনগর এলাকায়। মঙ্গলবার গভীর রাতে এলাকার প্রায় ৪৫ বছরের পুরনো ও সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী নিহার রঞ্জন ঘোষ ও নিশিকান্ত ঘোষের মালিকানাধীন একটি মুদির দোকানে চুরি হয়। চোরের দল দোকানে ঢুকে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়।

দোকান মালিক নিশিকান্ত ঘোষ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, দোকানের দেওয়ালের ভেন্টিলেটর ভেঙে এবং দরজার লক খুলে চোরেরা প্রথমে সিসি ক্যামেরার তার কেটে দেয় ও ক্যামেরা বন্ধ করে। এরপর দোকানের ভেতরে ঢুকে প্রয়োজনীয় জিনিসপত্র ও নগদ অর্থ নিয়ে চম্পট দেয়। চোরের দল দোকানের পেছনের দরজা খুলে পালিয়ে যায় বলে জানান তিনি।

ঘটনার সময় দোকানের পাশেই কীর্তনের আসর চলছিল এবং চারদিকে মাইকের উচ্চ শব্দ ছিল। সেই সুযোগকেই কাজে লাগিয়ে চুরির ঘটনাটি ঘটায় নিশি কুটুমের চোরের দল বলে অভিযোগ করেন দোকান মালিক।

এই ঘটনায় গভীর দুশ্চিন্তায় পড়েছেন দোকান মালিকরা। তাঁরা জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই দোকানে এর আগেও দুইবার চুরি হয়েছে। মঙ্গলবার রাতের ঘটনাটি নিয়ে একই দোকানে তৃতীয়বার চুরি হওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। দোকান মালিক সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

খবর পেয়ে ফটিকরায় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে চুরির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

Leave a Reply