স্মার্ট মিটার বসানোর পর বাড়তি বিল, বিদ্যুৎ কর্মীদের আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের

আগরতলা, ৭ জানুয়ারি: স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। খোয়াই জেলার উত্তর চেবরী শচীন্দ্র নগর এলাকায় আজ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন।

অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসানো হয়। এরপর থেকেই আগের তুলনায় কয়েকগুণ বেশি বিদ্যুৎ বিল আসতে শুরু করে। এতে সাধারণ গ্রামবাসীরা চরম সমস্যায় পড়েন। বিষয়টি নিয়ে একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও কোনও সুরাহা না মেলায় ক্ষোভ চরমে ওঠে।

এদিন স্মার্ট মিটার সংক্রান্ত কাজের জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকায় গেলে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দ্রুত বাড়তি বিল সংশোধন ও স্মার্ট মিটার ব্যবস্থার স্বচ্ছ তদন্তের দাবি জানান তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply