আগরতলা, ৬ জানুয়ারি: প্রবল শৈত্যপ্রবাহের কারণে রাজ্য সরকার আজ থেকে সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করলেও সেই নির্দেশ মানা হয়নি যোগেন্দ্রনগরের বনবীথি বিদ্যানিকেতন কর্তৃপক্ষের তরফে। কনকনে ঠান্ডার মধ্যেই মঙ্গলবার সকালে বিদ্যালয়ে উপস্থিত হতে দেখা যায় কচিকাঁচাদের।
ঘটনাটি আগরতলার যোগেন্দ্রনগর এলাকার বনকুমারী সংলগ্ন বনবীথি বিদ্যানিকেতনের। রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও স্কুল খোলা রাখায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। শীতের তীব্রতায় সাধারণ মানুষ যখন নাজেহাল, তখন ছোট ছোট পড়ুয়াদের সকাল সকাল স্কুলে আসতে বাধ্য করায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরাও।
এদিকে, এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে নজর রয়েছে সকলের। রাজ্য সরকারের নির্দেশ অমান্য করার অভিযোগে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়েও চলছে জল্পনা।

