এডিসি নির্বাচনকে সামনে রেখে মনুবাজারে মুখ্যমন্ত্রীর রোড শো, জনজাতিদের বিপুল উপস্থিতি

আগরতলা, ৬ জানুয়ারি: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে রাজ্যে। নির্বাচন নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও মঙ্গলবার ধলাই জেলার মনুবাজারে রোড শো করে এডিসি নির্বাচনের প্রস্তুতির স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

এদিন মনুবাজারে অনুষ্ঠিত রোড শোতে বিপুল সংখ্যক জনজাতি অংশের মানুষ অংশগ্রহণ করেন। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে মুখ্যমন্ত্রী আপ্লুত হন। রোড শো চলাকালীন মুখ্যমন্ত্রী বলেন, এই জনসমর্থনই প্রমাণ করে যে আগামী এডিসি নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে।

মুখ্যমন্ত্রী জানান, এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে সংগঠনকে আরও মজবুত করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। তারই ইতিবাচক প্রতিফলন এখনই লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি দাবি করেন।

রোড শোতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশ ও রাজ্যের সর্ববৃহৎ জাতীয় রাজনৈতিক দল হলো বিজেপি এবং একমাত্র বিজেপিই এডিসি এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম। তিনি আরও বলেন, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার জনজাতি অংশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছে এবং তার সুফল ইতিমধ্যেই মানুষ পেতে শুরু করেছেন।

কাজের নিরিখেই জনজাতি অংশের মানুষ বিজেপির পতাকার তলায় এসে দলকে আরও শক্তিশালী করছেন বলেও এদিন মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এই রোড শোকে কেন্দ্র করে মনুবাজার এলাকায় রাজনৈতিক উন্মাদনা ও উৎসাহ চোখে পড়ে।

Leave a Reply