আগরতলা, ৫ জানুয়ারি: অতিরিক্ত শীতপ্রবাহের কারণে আগামী ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রাজ্যের সকল স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। আজ সামাজিক মাধ্যমে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন তিনি লেখোন, এই নির্দেশনা সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি সকল স্কুলের জন্য প্রযোজ্য।
প্রসঙ্গত, শিশুদের স্বাস্থ্যের প্রতি আমাদের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাপমাত্রা তীব্রভাবে হ্রাস পাওয়ায় এবং হিমশৈত প্রবাহের কারণে শিশুদের অসুস্থতার ঝুঁকি থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

