নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর: এসইউসিআই(সি) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের উপর মার্কিন সাম্রাজ্যবাদ বিনা প্ররোচনায় হামলা চালানোর প্রতিবাদে আগরতলার বটতলায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ভেনেজুয়েলা ল্যাটিন আমেরিকার একটি স্বাধীন রাষ্ট্র। দেশটি খনিজ তেল ও অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ। এই দেশের উপর লুব্ধ যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ কয়েকমাস আগেই বৃহত্তর রণতরী সেখানে পাঠিয়েছে এবং ২রা জানুয়ারী ভোর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের উপর বিনা প্ররোচনায় হামলা চালায়। খবরে প্রকাশ সেদেশের প্রেসিডেন্ট মাদুরু ও তার পত্নীকে হেপাজতে এনে অন্যত্র নিয়ে যায়। শুধু তাই নয়, যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ ল্যাটিন আমেরিকার সমস্ত দেশের উপর সামরিক আক্রমণ করে আধিপত্য কায়েম করতে চাইছে।
এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এসইউসিআই(সি) কেন্দ্রীয় কমিটি এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে এবং ৪-জানুয়ারী দেশব্যাপী এই বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী গ্রহণ করেছে। তারই অঙ্গ হিসাবে আজ আগরতলার বটতলায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় দাবি উঠে।
যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলা থেকে হাত উঠাও। মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্বব্যাপী দেশে দেশে হামলা করে শিশু নারী সহ গণহত্যা বন্ধ কর। সামরিক হামলা চালিয়ে বিভিন্ন দেশের সার্বভৌমত্ব হরণকারী মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক। মার্কিন সাম্রাজ্যবাদের যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে দেশে দেশে সাম্রাজ্যবাদ বিরোধী, শান্তিপ্রীয় জনগণ আন্দোলনে এগিয়ে আসুন। সমস্ত শান্তিপ্রীয় জনগণ ভেনেজুয়েলার জনগণকে রক্ষা করতে প্রতিবাদে সামিল হোন। এই প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক অরুন ভৌমিক।

