আগরতলা, ৪ জানুয়ারি: পরিবারের সঙ্গে আন্দামান ভ্রমণে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন আগরতলার রেন্টার্স কলোনির বাসিন্দা শ্রীমতি মৈত্রী চক্রবর্তী (সহকারী অধ্যাপিকা, টিএমসি)। দুর্ঘটনায় তাঁর মাথায় আঘাত লাগে। ঘটনার পরপরই তাঁকে চিকিৎসার জন্য আন্দামানের জিবি পন্থ হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এই ঘটনার সময় ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় দলের সঙ্গে সরকারি কর্মসূচিতে আন্দামানে অবস্থান করছিলেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাংসদের নজরে আনেন মৈত্রী চক্রবর্তীর পরিবারের এক পরিচিত ব্যক্তি, যিনি তাঁর সাহায্য কামনা করেন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সাংসদ বিপ্লব কুমার দেবের দপ্তর থেকে আহত শিক্ষিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তিনি নিজে জিবি পন্থ হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন মৈত্রী চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি চলমান চিকিৎসা ও পরবর্তী উন্নত চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে তিনি পরিবারের সদস্যদের পাশে থেকে তাঁদের আশ্বস্ত করেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তার বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মৈত্রী চক্রবর্তীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী মঙ্গলবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাংসদের হস্তক্ষেপে চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থাপনা দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।
এই ঘটনায় সাংসদের তাৎক্ষণিক উদ্যোগ ও সহানুভূতিশীল ভূমিকার জন্য মৈত্রী চক্রবর্তীর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

