নাবালিকা ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি: নাবালিকা ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করলো বাইখোড়া থানার পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১০ ঘটিকায় বাইখোড়া থানায় জোলাইবাড়ীর এক নাবালিকা মেয়ে ধর্ষনের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। মামলা হাতে পেয়ে কিছু সময়ের মধ্যে ধর্ষন কান্ডের সঙ্গে জড়িত পশ্চিম জোলাইবাড়ীর বাসিন্দা বিকাশ নমঃ ( ৩৬ ) নামে অভিযুক্তকে গ্রেপ্তার করে বাইখোড়া থানার পুলিশ।

এইবিষয়ে সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে বাইখোড়া থানার ওসি বিষ্ণু দাস জানান এই ধর্ষন মামলা নিয়ে বাইখোড়া থানায় ১ নাম্বার কেইসে ৬৫-১ / ৩৫১-১ বিএনএস পক্সো এক্টে মামলা লিপিবদ্ধ করা হয়। জানা যায় এই ধর্ষন কান্ডে অভিযুক্তের স্ত্রী ও একটি সন্তান রয়েছে। অভিযুক্ত বিকাশ নমঃ জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত অবস্থায় রয়েছে বলে জানা যায়। অপরদিকে নাবালিকা মেয়েটি দুই মাসের গর্ভবতী অবস্থায় রয়েছে বলে জানা যায়। পুলিশ অভিযুক্ত বিকাশ নমঃকে আটক করে জিঞ্জাসাবাদ চালাচ্ছে। শনিবার অভিযুক্তকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply