আগরতলা, ২ জানুয়ারি: বিপুল পরিমাণ নেশার সিরাপ জব্দ করে বিশাল সাফল্য অর্জন করল অসম চুরাইবাড়ি পুলিশ। এবার নেশাকারবারিদের আরেকটি নিত্যনতুন পন্থা অবলম্বন করে ফলের কার্টুনের ভেতরে নেশা সামগ্রী পাচারের কৌশলও ব্যর্থ হল। ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে ওয়াচ পোস্টের পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে নেশা সামগ্রী ধরপাকড়ে।
শুক্রবার বিকেল তিনটা নাগাদ গুয়াহাটি থেকে হাফলং- শিলচর মহাসড়ক হয়ে আগরতলা গামী এএস২৮-এসি-২০৪০ নম্বরের একটি মিনি লরি সব্জি ও বিভিন্ন ধরনের ফল নিয়ে অসম চুরাইবাড়ি পুলিশের নাকা গেটে আসে। পরে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে ফলের কার্টুনের ভেতরে লুকায়িত থাকা নেশার সিরাপ এসকফগুলো জব্দ করা হয়। মোট ২৪২৩ বোতল এসকফ উদ্ধার করা হয়। যার কালোবাজারি মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা বলে জানান, ইনচার্জ নিরঞ্জন দাস।
এদিকে, পুলিশ গাড়ির চালক নুর জামাল ও সহ চালক রাজু আহমেদকে আটক করেছে। তাদের বাড়ি অসমের বরপেটা জেলায়। ধৃতদ্বয়ের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করে শ্রীভূমি আদালতে প্রেরণ করা হবে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

