নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর: কেন্দ্রীয় সরকার অবিলম্বে কার্যকরভাবে ১০০ মিলিগ্রামের বেশি মাত্রার নিমেসুলাইডযুক্ত সব ধরনের ওরাল (মুখে খাওয়ার) ওষুধের উৎপাদন, বিক্রি ও বিতরণ নিষিদ্ধ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জারি করা এক গেজেট বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ডের সঙ্গে পরামর্শক্রমে ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, ১৯৪০-এর ২৬এ ধারার আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মন্ত্রকের মতে, নিমেসুলাইডযুক্ত সব ধরনের ওরাল ফর্মুলেশনের ব্যবহার মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, নিমেসুলাইডের তুলনায় নিরাপদ বিকল্প ওষুধ বর্তমানে বাজারে সহজলভ্য রয়েছে। সেই কারণেই জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, নিমেসুলাইড একটি নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ (এনএসএআইডি), যা মূলত তীব্র ব্যথা উপশমের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। তবে দীর্ঘদিন ধরেই এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সরকারের এই সিদ্ধান্ত ওষুধ ব্যবহারে আরও সতর্কতা আনবে এবং রোগীদের ক্ষেত্রে নিরাপদ বিকল্প ব্যবহারের পথ প্রশস্ত করবে।

