ফের দুঃসাহসিক চুরি, বনদপ্তরের অফিসে হানা চোরের

আগরতলা, ৩১ ডিসেম্বর : ফের এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। এবার কাকড়াবন থানার অন্তর্গত জামজুরি বনদপ্তরের অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা অফিস থেকে একটি কম্পিউটার ও প্রায় ৫০ হাজার টাকা নগদ নিয়ে চম্পট দিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। সকালে অফিসের কর্মীরা এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান এবং ভেতরে ঢুকে কম্পিউটার ও নগদ টাকা উধাও থাকার বিষয়টি নজরে আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি কাকড়াবন থানায় জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। চোরদের সন্ধানে ডগ স্কোয়াডও নামানো হয়। ঘটনাকে ঘিরে বনদপ্তরের কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, সরকারি অফিস হওয়া সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই, যার সুযোগ নিয়েই চোরেরা এই দুঃসাহসিক কাণ্ড ঘটিয়েছে।

Leave a Reply