আগরতলার ঐতিহ্যবাহী জ্যাকসন গেট পুনরুদ্ধারে উদ্যোগ, এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ ডিসেম্বর: রাজ্যের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে আগরতলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরনো জ্যাকসন গেট পুনরায় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার ও আগরতলা পুর নিগম। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সংশ্লিষ্ট কাউন্সিলর ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে জ্যাকসন গেট সংলগ্ন এলাকা পরিদর্শন করেন।

আগরতলার জ্যাকসন গেইট ত্রিপুরার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে পরিচিত। এই গেটটি রাজন্য আমলের স্থাপত্যশৈলী এবং ব্রিটিশ ভারতের সঙ্গে ত্রিপুরার তৎকালীন কূটনৈতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ প্রতীক। জ্যাকসন গেটের নামকরণ করা হয়েছিল ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির তৎকালীন কমিশনার স্যার এল. এস. জ্যাকসনের নামানুসারে।

ঐতিহাসিকভাবে জানা যায়, উনবিংশ শতাব্দীর শেষভাগে ত্রিপুরায় যখন মাণিক্য রাজবংশের শাসন চলছিল, তখন ব্রিটিশ কর্মকর্তাদের সম্মানে বিভিন্ন স্থাপনার নামকরণের রীতি প্রচলিত ছিল। সেই ধারাবাহিকতায় এই গেটটির নির্মাণ ও নামকরণ করা হয়। জ্যাকসন গেটটি মূলত উজ্জয়ন্ত প্রাসাদের সীমানার একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হতো। এক সময় এটি শহরের প্রধান কেন্দ্র ও রাজবাড়ির সংযোগস্থল হিসেবেও পরিচিত ছিল।

গেটটির স্থাপত্যে ইন্দো-সারাসেনিক ধাঁচের প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, যা সেই সময়কার ত্রিপুরার অন্যান্য রাজকীয় ভবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে ঐতিহাসিক এই স্থাপনাটি আগরতলার একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কে পরিণত হয়েছে।

মঙ্গলবার পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা জানান, ইতিমধ্যেই জ্যাকসন গেট পুনর্নির্মাণের জন্য ডিপিআর তৈরির কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই গেটটি পুনরায় নির্মাণের কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রীর কথায়, বর্তমান সরকার রাজ আমলের যাবতীয় ঐতিহ্য, ইতিহাস ও সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণ ও পুনরুদ্ধারে বিশেষ গুরুত্ব দিচ্ছে, এবং সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Leave a Reply