রাজ্যে ডেলিভারি বয় খুন, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ২৯ ডিসেম্বর: রাজ্যে এক ডেলিভারি বয়কে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার সংলগ্ন সর্দার পাড়া এলাকায়। মৃত ডেলিভারি বয়ের নাম প্রবীর শীল (২১)। তিনি জোমাটো সংস্থার ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বাড়িতে ফিরে ছেলেকে না পেয়ে প্রবীরের বাবা তার মোবাইলে ফোন করেন। ফোনটি ধরে অন্য এক যুবক, যে জানায় প্রবীরকে কয়েকজন মিলে মারধর করছে এবং চা বাগান এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এই খবর পেয়ে উদ্বিগ্ন বাবা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ছেলেকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সর্দার পাড়া এলাকায় প্রবীরকে গুরুতর আহত, প্রায় আধমরা অবস্থায় উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রবীর কয়েকজনের নাম জানাতে সক্ষম হয় এবং বলে যে, পরিচিত কয়েকজন ফোন করে তাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যায়। পরবর্তী সময়ে এক যুবক এসে প্রবীরের বাবার হাতে তার ভাঙা মোবাইল ফোনটি তুলে দিয়ে যায়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রবীর শীল। তার বাবার অভিযোগ, ছেলের সারা শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রড বা কোনো শক্ত বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে।

সোমবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জিবি হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে প্রবীরের বাবা ছেলের মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply