উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত জোলাইবাড়ী সাহাপাথর এলাকার মানুষ

আগরতলা, ২৮ ডিসেম্বর : দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত জোলাইবাড়ী বিধানসভার সাহাপাথর এলাকায় দীর্ঘদিন ধরেই উন্নয়নের ছোঁয়া না লাগার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বাম আমল থেকে শুরু করে পরবর্তী শাসনকাল—কোনো সময়েই এলাকার সার্বিক উন্নয়ন কার্যত বাস্তবায়িত হয়নি বলে দাবি সাধারণ মানুষের।

২০২৩ সালে রাজ্যে বিজেপি জোট সরকারের প্রত্যাবর্তনের পর জোলাইবাড়ী বিধানসভার বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রী হওয়ায় এলাকার মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছিল। স্থানীয়দের ধারণা ছিল, মন্ত্রীর নিজস্ব বিধানসভা হওয়ায় এবার অন্তত রাস্তা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। কিন্তু বাস্তবে সেই আশা আজও অধরাই থেকে গেছে বলে অভিযোগ।

বর্তমানে সাহাপাথর এলাকার পরিস্থিতি এমন যে, কোথাও কোথাও দেখে মনে হয় যেন এখানে মানুষের বসবাসই নেই। রেললাইন সংলগ্ন এই অঞ্চলটি কয়েক বছর আগে দক্ষিণ ত্রিপুরা জেলায় ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষত আজও পূরণ হয়নি বলে দাবি এলাকাবাসীর।

কাঁচা ও ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে শিশুদের স্কুলে যাওয়া-আসা বড় সমস্যায় পরিণত হয়েছে। সাহাপাথর এলাকায় অবস্থিত রাজকুমার রজোয়া পাড়া স্কুলে পড়ুয়াদের কাদামাটি ও জল জমা রাস্তা পেরিয়েই যেতে হয়। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় অভিভাবকরা বাধ্য হয়ে শিশুদের স্কুলে পাঠানো বন্ধ রাখেন।

এলাকাবাসীর অভিযোগ, বহুবার জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্তের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। তাপস দত্তের আচরণে মর্মাহত এলাকাবাসী মণ্ডল সভাপতি ও সংশ্লিষ্ট মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।

স্থানীয়দের আরও অভিযোগ, ভোটে জয়ের পর মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এই এলাকায় সময় দিতে পারেননি। যার ফলে সাহাপাথর এলাকার উন্নয়ন আজও উপেক্ষিত থেকে গেছে। অবিলম্বে এলাকার সার্বিক উন্নয়নের জন্য মন্ত্রী যেন সঠিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন—এই দাবিই তুলছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply