আগরতলা, ২৫ ডিসেম্বর :
চন্ডীপুর বিধানসভা এলাকা থেকে নিখোঁজ হওয়া ২৪ জন কিশোর ও যুবককে অরুণাচল প্রদেশ থেকে সুরক্ষিতভাবে উদ্ধারের ঘটনায় স্বস্তির হাওয়া ঊনকোটি জেলায়। আজ এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর।
পুলিশ সুপার সুধাম্বিকা আর জানান, গত মঙ্গলবার কৈলাসহর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হওয়ার পরই এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু হয়। মোবাইল লোকেশন ট্রেস করে জানা যায়, যুবকদের অরুণাচল প্রদেশের সিয়াং জেলার বেলাং থানা এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর অরুণাচল প্রদেশ পুলিশের সঙ্গে সমন্বয় করে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়।
রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধনকর (আইপিএস) ও অরুণাচল প্রদেশের ডিজিপি আনন্দ মোহন (আইপিএস)-এর সরাসরি সমন্বয়ের ফলে অভিযান সফল হয় বলে জানান পুলিশ সুপার। অরুণাচল প্রদেশ পুলিশ ২৪ জনকেই সুরক্ষিত উদ্ধার করেছে। বর্তমানে তারা পুলিশের তত্ত্বাবধানে রয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শীঘ্রই তাদের ত্রিপুরায় ফিরিয়ে আনা হবে।
এই উদ্ধার অভিযানে ঊনকোটি জেলা পুলিশের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন জেলার সাধারণ মানুষ। নিখোঁজদের উদ্ধারের খবরে সামাজিক মাধ্যমে স্বস্তির প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

