আগরতলা, ২৪ ডিসেম্বর: দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন বিলোনিয়া মহকুমার অন্তর্গত বিলোনিয়া শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত জিরতলী ও উত্তর সোনাইছড়ি এলাকার মানুষজন। যাতায়াতের প্রধান ভরসা ছিল এই দুই এলাকার মাঝ দিয়ে বয়ে যাওয়া মুহুরি নদীর উপর নির্মিত একটি ঝুলন্ত সেতু।
এই সেতুর মাধ্যমেই প্রতিদিন যাতায়াত করতেন ছাত্রছাত্রী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সাধারণ মানুষ। কিন্তু ২০২৪ সালের প্রবল বন্যায় মুহুরি নদীর তীব্র স্রোতে সেই ঝুলন্ত সেতুটি সম্পূর্ণভাবে ভেসে যায়। এরপর কেটে গেছে দীর্ঘ এক বছরেরও বেশি সময়, অথচ এখনও পর্যন্ত নতুন সেতু নির্মাণের কোনও দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
সেতু না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, কৃষক ও শ্রমজীবী মানুষরা। বাধ্য হয়ে নিত্যদিন কৃষিপণ্য নিয়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে নদীর জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে তাদের। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
এলাকাবাসীদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও আজ পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি। দ্রুত ঝুলন্ত সেতু পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন জিরতলী ও উত্তর সোনাইছড়ি এলাকার বাসিন্দারা।

