আগরতলা, ২৪ ডিসেম্বর: চুরি যাওয়া ১০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আগরতলার পশ্চিম থানার পুলিশ। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন পুলিশ আধিকারিক।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে বাইক চুরির মামলা থানায় দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। গোপন সংবাদের ভিত্তি খবর আসে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। অবশেষে ছয়জনকে অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। তারা বর্তমানে জেলে রয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ীয় বিভিন্ন জায়গা থেকে ১০ টি বাইক উদ্ধার করা সম্ভব হয়েছে।

