নয়াদিল্লী, ২৪ ডিসেম্বর: কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, কিছু রাজনৈতিক দল, বিশেষত কংগ্রেস, আরাভালি পর্বতমালার ওপর সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। তিনি অভিযোগ করেন যে, ওই দলগুলো সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করছে এবং নিজেদের স্বার্থে এটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আকাশবাণীকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী যাদব বলেন, জনগণ বিরোধী পক্ষের এই মিথ্যাচারে বিভ্রান্ত হবে না। তিনি স্পষ্ট করেন যে, সুপ্রিম কোর্টের রায়টি আরাভালি অঞ্চলে অবৈধ খনন বন্ধ করার বিষয়ে।
আরাভালি পর্বতমালার কৌশলগত গুরুত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী যাদব জানান, এই এলাকা দেশের অর্থনৈতিক এবং শিল্পোন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের মূল উৎস। তিনি আরও জানান যে, মোদী সরকার আরাভালি অঞ্চলের সংরক্ষণের জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এর পাশাপাশি তিনি আরাভালি গ্রীন ওয়াল উদ্যোগের কথাও উল্লেখ করেন, যার আওতায় আরাভালি অঞ্চলের বাঞ্জার জমিতে ব্যাপকভাবে গাছ রোপণ করা হচ্ছে।

