চারটি শ্রম কোড বাতিলের দাবিতে বিলোনিয়ায় সিআইটিইউ-র দু’ঘন্টার গণঅবস্থান

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৪ ডিসেম্বর : প্রচলিত শ্রম আইন পরিবর্তন করে নতুন শ্রম আইনের নামে শ্রমিক-স্বার্থ বিরোধী চারটি শ্রম কোড বাতিলের দাবিতে সিআইটিইউ বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে বুধবার দু’ঘন্টার গণঅবস্থান কর্মসূচি সংগঠিত হয়। বেলা বারটা নাগাদ বিলোনিয়া এক নম্বর টিলায় এই গণঅবস্থান অনুষ্ঠিত হয়।

গণঅবস্থানে ফেস্টুন ও ব্যানারে একাধিক দাবি তুলে ধরা হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল দানবীয় শ্রম কোড বাতিল করতে হবে, কাজের সময় নির্ধারণের ক্ষমতা কর্পোরেটদের হাতে তুলে দেওয়া চলবে না, ঊনত্রিশটি পূর্ববর্তী শ্রম আইন পুনরায় কার্যকর করতে হবে এবং নতুন শ্রম কোডের নামে মালিকপক্ষকে একতরফা সুবিধা দেওয়া বন্ধ করতে হবে। পাশাপাশি শ্রমিকদের স্বার্থরক্ষায় আরও বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

গণঅবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ রাজ্য নেতৃত্ব শংকর প্রসাদ দত্ত কেন্দ্রীয় সরকারের শ্রমিক-বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কেন্দ্রের বর্তমান নীতির ফলে শ্রমিকদের অধিকার ক্রমশ খর্ব হচ্ছে। তাঁর বক্তব্যে চারটি শ্রম কোড অবিলম্বে বাতিলের জোরালো দাবি জানানো হয়।

এই দু’ঘন্টার গণঅবস্থানে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য নেতৃত্ব শংকর প্রসাদ দত্ত, সিআইটিইউ বিলোনিয়া মহকুমা সম্পাদক আশিস দত্ত, সিপিআই(এম) দক্ষিণ জেলা সম্পাদক তাপস দে, শ্রমিক নেতা সমীর নন্দী, অরূপ মজুমদার-সহ বামপন্থী শ্রমিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।

Leave a Reply