বিনা পারমিটে অটোরিকশা বিক্রির অভিযোগে বাজাজ শোরুমের বিরুদ্ধে এফআইআর, ক্ষুব্ধ অটো শ্রমিকরা

আগরতলা, ২৪ ডিসেম্বর: বিনা সরকারি অনুমতি ও পারমিট ছাড়াই সারা ত্রিপুরা রাজ্যে ৫০০-র বেশি অটোরিকশা বিক্রির অভিযোগ উঠেছে বাজাজ শোরুমের বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে চরম দুর্ভোগে পড়েছেন রাজ্যের শতাধিক অটোরিকশা চালক। বিষয়টি নিয়েমজদুর মনিটরিং সেলের উদ্যোগে আজ আগরতলার পূর্ব থানায় বাজাজ কোম্পানির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অটো শ্রমিকরা।

অভিযোগে জানানো হয়েছে, সরকারের নির্ধারিত নিয়ম ও পরিবহন দপ্তরের অনুমতি ছাড়াই ওই শোরুম ৫০০ এর অধিক অটোরিকশা বিক্রি করেছে। ফলে সংশ্লিষ্ট অটো চালকরা আর্থিক ও মানসিক চাপে পড়েছেন। প্রতিদিন ট্রাফিক পুলিশের কাছে হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ তুলেছেন শ্রমিকরা।

অটো শ্রমিকদের আরও অভিযোগ, পারমিট দেওয়ার নাম করে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা আদায় করা হলেও আজ পর্যন্ত অনেক চালকই বৈধ পারমিট পাননি। এর ফলে রাস্তায় অটো চালাতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের।

এ বিষয়ে মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর জানান, সরকারের নিয়মকে উপেক্ষা করে এই ধরনের অনিয়ম করা হচ্ছে। অবিলম্বে বিষয়টির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি বাজাজ শোরুম বন্ধ করে ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি গোটা ঘটনার দিকে নজর দেওয়ার জন্য রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও আবেদন জানান তিনি।

Leave a Reply