বামেদের সভায় দুষ্কৃতীদের হামলা, ইট-পাটকেল ও ভাঙচুরে উত্তপ্ত আখাউড়া রোড, অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

আগরতলা, ২৪ ডিসেম্বর: রাজধানীর আখাউড়া রোডে বামেদের জনসভাকে কেন্দ্র করে চরম রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, সিপিআই(এম)-এর সভা শেষে দুষ্কৃতীদের একটি দল সভাস্থলে হামলা চালায়। ঘটনায় কয়েকজন বাম কর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। হামলার সময় বাম কর্মীদের বাইকও ভাঙচুর করা হয়।

ঘটনাটি ঘটেছে আখাউড়া রোডস্থিত আগন্তক ক্লাব সংলগ্ন স্থানে। সিপিআই(এম) সদর মহকুমা কমিটির উদ্যোগে এদিন বিকেলে জনজীবনের জরুরি সমস্যাবলী আদায়ের সংগ্রাম জোরদার করা, রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে একটি জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পরেই হঠাৎ একদল দুষ্কৃতী সিপিআই(এম)-এর বিরুদ্ধে স্লোগান তুলে সভাস্থলের দিকে এগিয়ে আসে। সিপিআইএম ও বিরোধী দলনেতার চামড়া তুলে নেওয়ার শ্লোগান দিতে দিতে এগিয়ে আসে দুষ্কৃতীরা। পুলিশের সামনেই বামেদের সভাস্থলের দিকে এগিয়ে যেতে থাকে দুষ্কৃতীরা। পুলিশ তাদের বাধা দান করলে কিছুটা ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পুলিশের সামনেই সভাস্থল লক্ষ্য করে ইট ও পাটকেল ছোড়া হয়। এতে সভাস্থলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পাশাপাশি বাম কর্মীদের বাইকে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। গোটা এলাকাকে পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।

এই ঘটনার জন্য সিপিআই(এম)-এর পক্ষ থেকে শাসক দলকে দায়ী করা হয়েছে। অভিযোগ, পরিকল্পিতভাবেই পুলিশের উপস্থিতিতে এই হামলা সংঘটিত হয়েছে। ঘটনার জেরে রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিম থানার পুলিশ। পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনীর মোতায়েন করা হয়েছে।

Leave a Reply