বড়দিনে মানবিক উদ্যোগ বাগবাসা হোলি ক্রস বিদ্যালয়ের, ৩৫ কুইন্টাল চাল বিতরণ

ধর্মনগর, ২৪ ডিসেম্বর: বড়দিন উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করল বাগবাসা হোলি ক্রস বিদ্যালয়। ধর্মনগর মহকুমার অন্তর্গত বাগবাসা বিধানসভা কেন্দ্রের অধীন এই বিদ্যালয়ের উদ্যোগে মোট ৩৫ কুইন্টাল চাল বিতরণ করা হয় দূরপাল্লার গাড়ি চালক ও আশপাশের দরিদ্র গ্রামের মানুষের মধ্যে।

আগামীকাল ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচির আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পণ্য বহন করে আনা দূরপাল্লার গাড়িগুলিকে পথিমধ্যে দাঁড় করিয়ে প্রত্যেক চালকের হাতে ৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

এছাড়াও বিদ্যালয়ের পার্শ্ববর্তী নোয়াগাং, জৈইথাং, টংছড়া, বালিছড়া-সহ বিভিন্ন গ্রামের দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে প্রায় ২০ কুইন্টাল চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও ফাদার অজিথ ফিলিপ। তিনি সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান এবং এই মানবিক উদ্যোগে অংশগ্রহণকারী সকল চালক ও গ্রামবাসীদের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন। বিদ্যালয়ের এই উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply