আগরতলা, ২৪ ডিসেম্বর : বিশালগড় থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এন.সি নগর কানো নমঃ দাসপাড়া এলাকায় এক বাড়িতে অভিযান চালায়। অভিযানে পুলিশ ৩০ হাজার গাঁজা বাগান ধ্বংস করে এবং বাড়ি থেকে ২৬ কেজি শুকনো গাঁজা ও জল পাম্প মেশিন উদ্ধার করে।
এই অভিযানে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমার এসডিপিও বিকাশ সিন্থিয়া, থানার ওসি বিজয় দাস, ডি.সি.এম প্রসেনজিৎ দাস সহ বিশালগড় থানার পুলিশ ও টিএসআর জওয়ানরা।
তবে পুলিশের অভিযানের আগেই গাঁজা কারবারিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ফলে অভিযানে গাঁজা চাষ ও কারবারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের এই অভিযানে গাঁজা বাগান ধ্বংস হলেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত চলছে এবং গাঁজা কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

