কুচবিহার, ২২ ডিসেম্বর : সীমান্তে ফগের মধ্যে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের একটি নিয়মিত অপারেশন চলাকালীন, বিএসএফের এক কনস্টেবল বাংলাদেশে অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করেন। তবে সৌভাগ্যক্রমে তিনি নিরাপদে ভারত ফিরে এসেছেন।
এ ঘটনায় বিএসএফের ১৭৪তম ব্যাটালিয়নের কনস্টেবল বেদ প্রকাশকে চিহ্নিত করা হয়েছে। তিনি রবিবার সকালে এক গরু পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর সময় দৃষ্টিসীমা অত্যন্ত কম থাকার কারণে, ঘন কুয়াশার মধ্যে ভুলক্রমে বাংলাদেশের ভেতরে চলে যান।
বিএসএফের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে সীমান্তের দৃশ্যমানতা অত্যন্ত কমে গিয়েছিল, যা এই ঘটনা ঘটার মূল কারণ। ওই কনস্টেবল তার দলের থেকে বিচ্ছিন্ন হয়ে গরু পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের পেছন পেছন গিয়ে সীমান্ত পাড়ি দেন।
কিন্তু কিছু সময়ের মধ্যেই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং রবিবার বিকালের মধ্যে কনস্টেবলকে ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে দেয়।
বিএসএফ কর্মকর্তারা বিষয়টি নিয়ে কোন ধরনের অপহরণের গুঞ্জনকে নাকচ করেছেন এবং বলেছেন, “স্থানীয় কিছু বাসিন্দা কনস্টেবলকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করার পর আটক করেন এবং বিজিবি’র মাধ্যমে বিএসএফে হস্তান্তর করা হয়।”
এ ঘটনায় বিএসএফ সীমান্তে নিরাপত্তা আরও বৃদ্ধি করেছে। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি মোকাবিলায়, অতিরিক্ত পেট্রোলিং, নজরদারি এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বিএসএফ কর্মকর্তারা জানান, “শীতকালে গরু পাচারকারীরা ঘন কুয়াশার সুযোগ নিয়ে পাচার কার্যক্রম চালায়। তাই এবারের শীতে সীমান্তে আরও সজাগ ও সতর্ক থাকা প্রয়োজন।”
এভাবে সীমান্তে পাচার রোধে বিএসএফের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়ে দেন।

