কলকাতা, ২০ ডিসেম্বর: কমিউনিস্টরা ৩০ বছর ধরে ত্রিপুরাকে বরবাদ করেছিল। কিন্তু ত্রিপুরাবাসী বিজেপিকে সুযোগ দিয়েছে। বাম বিদায়ের পর ত্রিপুরা এগোচ্ছে। কিন্তু, বাংলা পিছিয়ে যাচ্ছে। তাই বিজেপিকে একটা সুযোগ দিন। আজ পশ্চিমবঙ্গে রানাঘাটে ২০১৮ থেকে ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন সরকার দ্বারা চলমান সার্বিক বিকাশ ধারার প্রসঙ্গ তুলে ধরে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন প্রধানমন্ত্রী বলেন, বিজেপিকে একটা সুযোগ দিন। ডবল ইঞ্জিন সরকার গড়তে দিন, দেখুন কত দ্রুত উন্নয়ন হয়। ত্রিপুরাবাসী আমাদের সুযোগ দিয়েছে। আমরা উন্নয়ন করেছি। এরপরেই তিনি বলেন, বাংলার এমন সরকার দরকার, যারা দ্রুত গতিতে উন্নয়ন করবে।
এদিন তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে যে মহাজঙ্গলরাজ চলছে, তা থেকে বিজেপি সরকার মুক্তি দেবে। পশ্চিমবঙ্গের প্রগতির জন্য বিজেপি পুরোদমে কাজ করবে। এ-রাজ্যের জন্য ইচ্ছে বা টাকা কোনওটারই অভাবই নেই। বামেরা ৩০ বছর ধরে ত্রিপুরাকে বরবাদ করেছিল। ত্রিপুরার মানুষ আমাদের সুযোগ দিয়েছে। ত্রিপুরায় আমরা উন্নয়নের কাজ করছি। পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসন শেষ হয়েছে। কিন্তু, তৃণমূল সরকার এসে এরাজ্যকে আরও পিছিয়ে দিয়েছে।তাই, ত্রিপুরা দ্রুতগতিতে এগিয়ে চলেছে, পিছিয়ে চলেছে বাংলা, এমনটাই আক্রমণ করেনন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

