চাকরির নামে প্রতারণা, ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে সতর্কবার্তা দিল বিদ্যুৎ নিগম

আগরতলা, ১৬ ডিসেম্বর: রাজ্য জুড়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে চাকরি প্রতারক চক্র। বিভিন্ন দপ্তরের চাকরি প্রত্যাশীদের টার্গেট করে ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে নিয়োগের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্র। সম্প্রতি ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের নাম ব্যবহার করে বেশ কয়েকজন চাকরি প্রত্যাশীর হাতে টাকার বিনিময়ে ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়ার অভিযোগ সামনে এসেছে।

এই প্রসঙ্গে বিদ্যুৎ নিগমের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, এই ধরনের প্রতারণার সঙ্গে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কোনও সম্পর্ক নেই। নিগমের নাম ভাঙিয়ে যারা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তারা সম্পূর্ণ প্রতারক। সাধারণ মানুষকে এই চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু জানান, নিগমে মোট ১০৪টি ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য ইতিমধ্যেই ৪৪৩০টি আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রুপ ‘এ’-এর ২৪টি শূন্য পদের জন্য আবেদন জমা পড়েছে ১২০২টি। ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রুপ ‘বি’-এর ৫৮টি শূন্য পদের জন্য আবেদন এসেছে ৯৬৯টি। ম্যানেজার সিভিল গ্রুপ ‘এ’-এর ৮টি শূন্য পদের জন্য আবেদন জমা পড়েছে ১১১৩টি এবং ম্যানেজার সিভিল গ্রুপ ‘বি’-এর ৮টি শূন্য পদের জন্য আবেদন এসেছে ৬৬১টি। এছাড়া ম্যানেজার মেকানিক্যাল গ্রুপ ‘এ’-এর ৪টি শূন্য পদের জন্য ৩৬৮টি এবং গ্রুপ ‘বি’-এর ২টি শূন্য পদের জন্য ১১৭টি আবেদনপত্র জমা পড়েছে।

তিনি আরও জানান, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ পদ্ধতিতে সম্পন্ন করা হবে। আবেদনকারীদের মধ্যে যারা লিখিত পরীক্ষায় কাট অফ মার্ক উত্তীর্ণ হবেন, শুধুমাত্র তাঁদেরই মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। নিয়োগ সংক্রান্ত প্রতিটি ধাপ সংবাদপত্রের মাধ্যমে এবং বিদ্যুৎ নিগমের নিজস্ব ওয়েবসাইটে দিন, তারিখ ও সময় উল্লেখ করে প্রকাশ করা হবে।
বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীকে অনুরোধ করা হয়েছে, কোনও দালাল বা মধ্যস্থতাকারীর প্রলোভনে না পড়ে শুধুমাত্র অফিসিয়াল বিজ্ঞপ্তির উপর নির্ভর করতে। প্রয়োজনে নিয়মিতভাবে www.tsecl.in ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতারকদের থেকে নিজেদের দূরত্ব বজায় রেখে সচেতন থাকাই এখন সবচেয়ে জরুরি বলে জানিয়েছে বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষ।

Leave a Reply