নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর:
উত্তর ত্রিপুরার ধর্মনগরের ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় গভীর ও পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের সামাজিক মাধ্যমের পোস্টে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, এই ঘটনার প্রতিটি দিক গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকার এই মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে সম্পূর্ণভাবে বদ্ধপরিকর এবং কোনওরকম বিলম্ব না করেই যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি আশ্বাস দেন।
উল্লেখ্য, প্রসেনজিৎ সরকারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সংগঠন সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে আসছে।

