ভয়াবহ ঝড়ে ব্রাজিলে ভেঙে পড়ল স্ট্যাচু অব লিবার্টির ৪০ মিটার উঁচু প্রতিরূপ, অল্পের জন্য রক্ষা

গুইবা, ১৬ ডিসেম্বর : ভয়াবহ ঝড়ের দাপটে ব্রাজিলের গুইবা শহরে প্রায় ৪০ মিটার উঁচু স্ট্যাচু অব লিবার্টির একটি প্রতিরূপ ভেঙে পড়ল। সোমবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই, জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থা।

দক্ষিণ ব্রাজিল জুড়ে ঝড়ের রেখা অতিক্রম করার সময় প্রবল ঝোড়ো হাওয়ার মুখে পড়ে গুইবার একটি হাভান রিটেল মেগাস্টোরের পার্কিং এলাকায় স্থাপিত ওই মূর্তিটি। একটি ফাস্ট-ফুড আউটলেটের কাছে থাকা মূর্তিটির ভিডিও ফুটেজে দেখা যায়, ঝড়ো হাওয়ার চাপে দুলতে দুলতে হেলে পড়ে সেটি ভেঙে যায়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই মূর্তির মাথার অংশ সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

প্রায় ১১৪ ফুট (৩৫–৪০ মিটার) উঁচু এই প্রতিরূপটি ব্রাজিল জুড়ে হাভান স্টোরগুলির বাইরে স্থাপিত একাধিক অনুরূপ মূর্তির মধ্যে একটি। সংস্থার তরফে জানানো হয়েছে, ভেঙে পড়েছে মূলত উপরের অংশটি—যার উচ্চতা প্রায় ২৪ মিটার (৭৮ ফুট)। তবে ১১ মিটার (৩৬ ফুট) উঁচু পেডেস্টালটি অক্ষত রয়েছে।

হাভান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ২০২০ সালে স্টোর চালু হওয়ার সময়ই মূর্তিটি বসানো হয়েছিল এবং তার প্রয়োজনীয় কারিগরি শংসাপত্র ছিল। দুর্ঘটনার পর দ্রুত এলাকাটি ঘিরে ফেলা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষজ্ঞ দল ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে, যাতে ক্রেতা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

গুইবার মেয়র মার্সেলো মারানাতা জানান, এই ঘটনায় কেউ আহত হননি। তিনি দ্রুত উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে রাজ্য সিভিল ডিফেন্সের দল যৌথভাবে এলাকা সুরক্ষিত করেছে এবং আশপাশে কোনও অতিরিক্ত ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখেছে। সোমবার বিকেল প্রায় ৩টা নাগাদ, ঝড়ের চরম মুহূর্তে ঘটনাটি ঘটে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ওই অঞ্চলে ঝোড়ো হাওয়ার বেগ ৯০ কিমি প্রতি ঘণ্টারও বেশি ছিল। এর আগেই রাজ্য সিভিল ডিফেন্স মহানগর এলাকায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করে মোবাইলে জরুরি বার্তা পাঠিয়েছিল।

মূর্তির আশপাশের অংশ ছাড়া সুপারমার্কেটের অন্যান্য এলাকায় স্বাভাবিক কার্যক্রম চালু ছিল। তবে ভেঙে পড়া মূর্তির কাছাকাছি অংশে প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে। হাভান জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং চরম আবহাওয়ার পাশাপাশি অন্য কোনও কারণ ভূমিকা নিয়েছিল কি না, তা জানতে কারিগরি তদন্ত করা হবে।

এই ঝড়ের প্রভাব পড়েছে গোটা রিও গ্রান্ডে দো সুল রাজ্য জুড়ে। বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি, ছাদের ক্ষতি, গাছ উপড়ে পড়া এবং সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের খবর মিলেছে। প্রবল বৃষ্টিতে কিছু রাস্তায় জল জমে যায়। জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, শীতল ফ্রন্টের কারণে আকস্মিক ও প্রবল বাতাস বইছে। মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে, যদিও কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply