আগরতলা, ১৪ ডিসেম্বর: উদয়পুর মহকুমার নোয়াবাড়ি এলাকায় শনিবার গভীর রাতে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনার ঘটনা ঘটে। রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাস্তার পাশের জমিতে ছিটকে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার পর বাইকে থাকা দু’জন যুবক দীর্ঘ সময় ধরে জমিতেই পড়ে ছিলেন।
রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা জমিতে দু’জনকে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দেবশঙ্কর জমাতিয়া (৩৭)-কে মৃত ঘোষণা করেন।
অপর আহত যুবক রোহিত জমাতিয়া (২৭)-কে আশঙ্কাজনক অবস্থায় গোমতি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা গুরুতর এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি কিংবা রাতের অন্ধকারে দৃশ্যমানতার অভাবের কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে।এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে নেমে এসেছে গভীর শোক।
2025-12-14

