ধর্মনগর, ৮ ডিসেম্বর : ধর্মনগরে উত্তরা ত্রিপুরা জেলার বিজেপি যুব মোর্চার উদ্যোগে ‘যুব শক্তি শঙ্খনাদ র্যালি’ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। বিবিআই স্কুল মাঠ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান পথ পরিক্রমা করে পুনরায় বিবিআই মাঠে এসে শেষ হয়।
র্যালিতে জেলার ছয়টি মণ্ডলের যুব মোর্চা অংশগ্রহণ করে। জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা সহ বিভিন্ন মণ্ডলের বিপুল সংখ্যক কর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখতে গিয়ে জয়জিৎ শর্মা দাবি করেন, দেশজুড়ে নির্বাচনে বিজেপির বিজয় অব্যাহত রয়েছে এবং ত্রিপুরাও তার ব্যতিক্রম হবে না। বিরোধী সিপিআই(এম) এবং কংগ্রেসের কোনও কার্যকর ইস্যু নেই বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আসন্ন এডিসি, পুর পরিষদ এবং ২০২৮ সালের বিধানসভা—এই তিন নির্বাচনী ক্ষেত্রেই বিরোধীরা “খাতা খুলতে পারবে না”, বরং তাদেরকে ‘সারফেক্সেল দিয়ে মুছে দেওয়া হবে’, আজকের র্যালি সেই বার্তারই পরিচয়।
র্যালি জুড়ে যুবকদের উচ্ছ্বাস রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।

