দক্ষিণ চড়িলামে গভীর রাতে রাবারের স্মোক সেন্টারে আগুনে, দেড় লক্ষ টাকার ক্ষতি

আগরতলা, ৮ ডিসেম্বর: বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চড়িলাম চৌমুহনি পাড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাপন শুক্ল দাসের স্মোক সেন্টারে হঠাৎই আগুন লাগে বলে জানা গেছে। ঘটনাটি ঘটে রবিবার রাত প্রায় ১১টা নাগাদ। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই স্মোক সেন্টারটিকে গ্রাস করে ফেলে।

স্থানীয় বাসিন্দারা প্রথমে ধোঁয়া ও আগুনের তাপ অনুভব করে বিষয়টি বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা গেছে, এই অগ্নিকাণ্ডে প্রায় দেড় লক্ষ টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। সময়মতো দমকল বাহিনী ঘটনাস্থলে না পৌঁছালে পাশে থাকা গোডাউনে আগুন ছড়িয়ে পড়তে পারত এবং পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply