বীজ বিল ও বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ সভা সিপিআইএম

কাঁঠালিয়া, ৮ ডিসেম্বর : বামপন্থী কৃষাণ মোর্চার উদ্যোগে সংসদের বীজ বিল ২০২৫ এবং বিদ্যুৎ বিল ২০২৫ বাতিলের দাবিতে সোমবার বিক্ষোভসভা অনুষ্ঠিত হয়েছে। সিপিআইএম সোনামুড়া মহকুমা কমিটির অফিসের সামনে বিলের কপি পোড়ানো হয়।

এ কর্মসূচিতে সারা ভারত কৃষক সভার বিভাগীয় এবং অঞ্চল পর্যায়ের সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন। সোমবার সকাল দশটার দিকে নেতাকর্মীরা একাত্ম হয়ে বিক্ষোভে অংশ নেন এবং বিলের কপি পোড়ানোর সময় উচ্চকণ্ঠে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন। কর্মসূচির দ্বিতীয় পর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন সারা ভারত কৃষক সভার সোনামুড়া মহকুমা নেতৃত্ব সুরেশ দাস।

এদিন উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার সোনামুড়া মহকুমা সম্পাদক আব্দুল করিম, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন সাহাসহ প্রায় ৭০–৮০ জন নেতাকর্মী।

Leave a Reply