আগরতলা, ৮ ডিসেম্বর: শহরকে স্বচ্ছ ও সুন্দর রাখতে ক্লাবগুলিকেও যুক্ত করা হচ্ছে , বর্তমান পুর নিগমের চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় বললেন মেয়র দীপক মজুমদার। আগরতলা শহরকে স্বচ্ছ নির্মল আবর্জনা মুক্ত রাখতে শহরের প্রতিটি ক্লাবকে জড়িত করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কারের ঘোষণা দিল পুর নিগম।
জানুয়ারি মাসের ১ তারিখ থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রতিটি ক্লাব এলাকার পরিবেশ স্বচ্ছ এবং নির্মল রাখার ক্ষেত্রে ক্লাবগুলি বা সামাজিক সংস্থাগুলি উদ্যোগ গ্রহণ করলে তাদের থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় সহ মোট ১৩ টি ক্লাবকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হবে। সোমবার পুর নিগমের কনফারেন্স হলে নিগমের চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কাউন্সিল বৈঠক শেষে একথা জানায় মেয়র দীপক মজুমদার।
মুখ্যমন্ত্রী আগরতলা শহরকে জঞ্জাল মুক্ত স্বচ্ছ রাখতে ক্লাব ও সামাজিক সংস্থাগুলিকে যুক্ত করার ভাবনা থেকেই এই আর্থিক পুরস্কারের ঘোষণা বলেও জানান তিনি। তিনি বলেন স্বচ্ছতার বিচারে প্রথম পুরস্কার হিসাবে ৩ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ২ লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার ১ লক্ষ টাকা প্রদান করা হবে। এছাড়াও বেস্ট পারফরমিং ১০টি ক্লাবকে ৫০,০০০ টাকা করে প্রদান করা হবে, যাতে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা রক্ষায় তাদের অবদান বৃদ্ধি পায়।
পুর নিগমের চার বছর পূর্তি উপলক্ষে আর কি কি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন মেয়র দীপক মজুমদার।
তিনি জানান, বিগত চার বছরে কি কি উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে তা ফ্লেক্স এর মাধ্যমে জনসমক্ষে তুলে ধরা হবে।চার বছরের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে একটি ম্যাগাজিন প্রকাশ করা হবে।
কেন্দ্রীয়ভাবে বা ওয়ার্ড ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজন করা হবে রক্তদান শিবিরের। আয়োজিত হবে ওয়ার্ডভিত্তিক স্বাস্থ্য শিবিরও।
গত বছরের আদলে প্রতিটি ওয়ার্ডে প্রায় ১০০ জন দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র, কম্বল বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর লোকাল ফর ভোকাল স্লোগানকে সামনে রেখেআগামী ২৮ ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত স্বামী বিবেকানন্দ ময়দানে স্বদেশী মেলার আয়োজন করা হবে। যেখানে স্থানীয় শিল্পী উদ্যোক্তা স্বনির্ভর গোষ্ঠীগুলি তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শিত করবে।আজকের এই কাউন্সিল বৈঠকে মেয়র দীপক মজুমদার ছাড়ো উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার ডিকে চাকমা সহ সকল কর্পোরেটরগন। বৈঠক শেষে সকল কর্পোরেটর মেয়র দীপক মজুমদারকে সূচারু ভাবে চার বছর ধরে পুর নিগম পরিচালনার করার জন্য অভিনন্দন জানান। মেয়র দীপক মজুমদারও নিগম পরিচালনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে সকল দপ্তর সহায়তা প্রদান করেছে সকলকে ধন্যবাদ জানান।

