সোনামুড়া গরু বাজারে উত্তেজনা, বিএসএফ ধাওয়ায় বন্ধ বাজার

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৬ ডিসেম্বর :
সোনামুড়া গরু বাজারে শনিবার এক দফায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএসএফের ধাওয়ায় বিশালগড়ের ঘটনার পুনরাবৃত্তির আতঙ্ক দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজার বন্ধ করে দেওয়া হয়।

জানা যায়, সোনামুড়ার ময়নামা দিক থেকে একটি গরু বোঝাই গাড়িকে বিএসএফের একটি গাড়ি দীর্ঘক্ষণ ধরে ধাওয়া করে। ধাওয়া খেয়ে গরুবাহী গাড়িটি দ্রুতগতিতে এসে সোনামুড়া গরু বাজারের ভেতরে প্রবেশ করে।

এর কিছুক্ষণের মধ্যেই বিএসএফের গাড়িটিও বাজারে ঢোকে। আকস্মিক এই ধাওয়া দেখে বাজারে উপস্থিত ক্রেতা–বিক্রেতারা উত্তেজিত হয়ে ওঠেন। অনেকেই একজোট হয়ে বিএসএফ গাড়ির দিকে এগিয়ে গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে ভেবে বিএসএফ গাড়িটি দ্রুত বাজার ছেড়ে চলে যায়।

ঘটনার পর বাজারজুড়ে ক্রেতা–বিক্রেতাদের মধ্যে আতঙ্ক এবং উত্তেজনা দেখা যায়। স্বাভাবিক নিয়মে বিকেল ৩টা পর্যন্ত চলার কথা থাকলেও পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় দুপুর ১২টার মধ্যেই গরু বাজার বন্ধ করে দেওয়া হয়।

সূত্রের খবর, বিএসএফের কাছে আগেই খবর ছিল যে বেআইনিভাবে বাজারে গরু নিয়ে আসা হচ্ছে। রাজ্যে সাম্প্রতিক সময়ে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে, যা তাদের সতর্ক করেছে। বিএসএফ যখন গাড়িটিকে থামার নির্দেশ দেয়, তখন গাড়িটি পালিয়ে আসে এবং ঘটনাটি ঘটে।

এদিকে পরিস্থিতি শান্ত রাখতে বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply